জাপানের সাথে ভারতের সুদীর্ঘকাল ধরেই সুসম্পর্ক। প্রচুর জাপানি ছাত্র ভারতীয় আই আই টি অথবা শান্তিকিনেতনে কলা, সাহিত্য অর্থশাস্ত্র এবং আরো প্রচুর বিষয় পড়তে আসেন। সম্প্রতি জাপান সরকার ভারতীয় ছাত্র যারা জাপানে পড়তে ইচ্ছুক তাদের জন্য দুর্দান্ত স্কলারশিপের ব্যাবস্থা করেছে। এবং শিক্ষা শেশে সে দেশেই থেকে চাকরীর সুযোগও দিচ্ছে জাপান সরকার। সম্প্রতি কোলকাতার জাপান কনসুলেটের এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত জানালেন তারা ভারতের সাথে বিশেষ করে শান্তিকিনেতন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে এক নতুন কোর্সে সুচনা করছেন যাতে দুই দেশের ছাত্ররা সবাই অন্য দেশে গিয়ে সম্পূর্ণ বিনা খরচায় পড়াশুনোর সাথে সাথে গবেষণাও করতে পারেন। পড়া শেষে তাদের চাকরীর ব্যাবস্থাও করবে জাপান সরকার।
জাপানে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক তিন ধরনের স্কলারশিপ দেয়। প্রফেশনাল ট্রেনিং কলেজে তিন বছরের, প্রযুক্তিবিদ্যার কলেজে চার বছরের এবং ব্যাচেলর ডিগ্রি স্তরে পাঁচ বছরের কোর্স করার ক্ষেত্রে এই স্কলারশিপ পাওয়া যাবে। ছাত্রকে হিউম্যানিটিজ, সমাজবিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের যে কোনও বিষয়ে কোর্স করতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে স্কলারশিপের জন্য নির্বাচিত হলে এক বছরের জাপানি ভাষাশিক্ষা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কোর্স করতে রাজি থাকা দরকার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে কনস্যুলেট জেনারেল অফ জাপান থেকে অথবা ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে www.studyjapan.go.jp।