রোজ মিরর আপনার বসার ঘরের দেয়াল বা, বেডরুমের দেয়ালের আবেদন দিগুণ করে তুলতে পারে।আর এই আয়নার জন্য খুব একটা বেশি উপকরণ বা জিনিসের ও দরকার পড়বে না। তো, চলুন না কথা না বাড়িয়ে জেনে নেই, কি কি লাগবে এই মিরর সাজাতে বা ডেকোরেট করতে।
যা যা লাগবে :
একটি ভালো মানের চারকোণা বা গোলাকার আয়না
প্লাস্টিক ম্যাটালের গোলাপ ফুল ৩-৪ টা ( চাইলে শক্ত কাগজ দিয়ে নিজেই কাগজের বা কাপড়ের ফুল বানিয়ে নিতে পারেন)
গোল্ডেন বা সিলভার নেকলেস বা পুতিঁর মালা ৪ টা
গোল্ডেন বা সিলভার কালার স্প্রে।
ইলেকট্রিক গ্লু বা সুপার গ্লু।
ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ( যেকোন ধরনের হতে পারে, অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড বাদ ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা)
প্লাস্টিকের চামচের উপরের গোল অংশ ৩-৪ টা।
গাছের সরু ডাল ৪-৫ টা।
যেভাবে বানাবেন :
১: প্রথমে আয়নার উপর মালাগুলো সমানভাবে বসিয়ে দিন।
২: গোলাপ ফুলগুলো , ও ডালগুলো কালার স্প্রে দিয়ে রাঙিয়ে নিন।
৩: একইভাবে প্লাস্টিকের চামচের উপরের অংশ কেটে রঙ লাগিয়ে নিন।
৪: এবার আয়নার উপর প্রথমে ডাল, তারপর ফুলগুলো সুন্দর করে গ্লুর সাহায্যে বসিয়ে নিন। কাজটা সাবধানে করবেন যাতে আয়নার চারপাশে গ্লু ছড়িয়ে না পড়ে, তা না হলে দেখতে বাজে লাগবে।
৫: এবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আয়না বসিয়ে দিন। চাইলে দুইটা আয়না বা তিনটা আয়না ও ব্যবহার করতে পারেন।
৬: মাঝখানের ফাঁকা অংশে চামচের গোল অংশ উল্টো করে বসিয়ে দিন।
৭: ব্যাস, এবার দেয়ালে শো-পিসটি ঝুলিয়ে দিন।
দেখলেন তো কত কম উপকরণ আর সহজে আপনি দারুন একটা শো-পিস বানিয়ে নিলেন! আর হ্যা, এজন্য অতিথিরা ও আপনার তারিফ না করে পারবেন না। তো আর দেরী নয়, এখনই দারুন এই আয়না ডেকোরেট করে তাক লাগিয়ে দিন সবাইকে! আপনার বসার ঘরকে সত্যিই আরো আকর্ষনীয় করে তুলবে এই রোজ মিরর।