আবার ভয়াবহ খবর সামনে এলো। ভারতীয় ইন্টেলিজেন্স সূত্রের খবর অনুযায়ী প্রায় ১০০ আফগানিস্তান এবং পাস্তুন জঙ্গি দের কাশ্মীর এ অস্থিরতা তৈরির জন্য পাঠানো হচ্ছে। এই মুহূর্তে তারা পাকিস্তানের লঞ্চপ্যাড গুলিতে আশ্রয় নিয়ে আছে।
ভারতীয় ইন্টেলিজেন্স জানাচ্ছে, পাকিস্তানের জঙ্গী গোষ্ঠী জইশ-ঈ-মহম্মদ ও বর্ডার অ্যাকশন টিম এর তত্বাবধানে আফগান ও পাঠান টেরোরিস্টরা ট্রেনিং পাচ্ছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী (এস এস জি) কাশ্মীরের লিপা উপত্যকায় হামলার জন্য তৈরি হয়ে আছে বলে খবর। মনে করা হচ্ছে 370 ধারা বিলোপের পর কাশ্মীরের ওপর আন্তর্জাতিক দৃষ্টি ঘোরানোর জন্য পাকিস্তান এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে পাকিস্থান।
ভারতীয় গোয়েন্দা সুত্রে খবর, জঙ্গিরা ভারতের বিভিন্ন বড় বড় জনবহুল শহর গুলিতে হামলা চালাতে পারে। ঘটাতে পারে প্রচুর প্রাণহানি। পাকিস্তানের মতামত আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা না পাওয়ার জন্যই ধরনের জঙ্গী কার্যকলাপে মদত দিচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ রা।