করোনার মহামারিতে ভারতে আগামি ৩রা মে পর্যন্ত যখান লকডাউন চলছে,ঠিক সেই সময়েই প্রায় ২০০০ কিলোমিটার অতিক্রম করে মেঘালয়ের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিশ্বনাথ সমাদ্দার।
বিচারপতি সমাদ্দার এর আগে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন। গত শুক্রবার তিনি এবং তার পরিবার গাড়িতে করে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে সন্ধ্যায় যাত্রা শুরু করেন এবং মেঘালয়ে এসে পৌঁছোন রবিবার বিকেলে। তার এই পুরো যাত্রায় তিনি কলকাতায় সল্টলেকে তার বাড়িতে একবার হল্ট করেছিলেন।
লকডাউনের কারনে কোনরকম ট্রান্সপোর্ট সার্ভিস না থাকায় বিচারপতি সমাদ্দার কে এই ব্যাবস্থা নিতে হয়েছে।কেন্দ্র থেকে যদিও জানান হয়েছে যে ৪ঠা মে থেকে হটস্পট এলাকা গুলো বাদে বাকি অন্যান্য জায়গায় কিছু দোকানপাট খোলা যেতে পারে।
মেঘালয়ের স্বাস্থ্য মন্ত্রী এ.কে. হেক জানিয়েছেন বিচারপতি সমাদ্দার,তার পরিবার এবং ড্রাইভার কে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানানো হয়েছে।
