অনলাইন ফুড সার্ভিস ওয়েবসাইট Zomato এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রসঙ্গত ও হিন্দু ডেলিভারি বয়ের থেকে খাবার নেওয়া অস্বীকার করা Zomato ইউজারকে সোশ্যাল মিডিয়ায় বেশ কড়া জবাব দিয়ে নাম কামিয়েছে Zomato। কিন্তু ওদিকে আবার কিছু মানুষ Zomato কে পক্ষপাতিত্বের অভিযোগ এ দুষছেন। সোশ্যাল মিডিয়ায় এখন শুরু হয়েছে Zomato র বিরুদ্ধে ক্যাম্পেন। কি সেই অভিযোগ?
কিছুদিন আগেই এক Zomato ইউজার অ হিন্দু ডেলিভারি বয়ের থেকে খাবার নিতে অস্বীকার করেছিল। আর ওই ইউজার ডেলিভারি না নেওয়ার জন্য zonato কোন পয়সা ফেরত দেয়নি। Zomato user অমিত শুক্লা এই সোনিয়া ট্যুইটের পর Zomato লিখেছিল ” খাবারের কোন ধর্ম হয় না, খাবার নিজেই একটা ধর্ম।” এরপর অনেক নেটিজেন Zomato কে সমর্থন করলেও অনেকে আবার অভিযোগ তুলছেন। কিছু ইউজার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ” হালাল মাংস যারা চাই, Zomato তাদের ভাল সার্ভিস দিয়ে দাবি পূরণ করে।” কিছু ইউজার টুইটারে স্ক্রিনশট ও শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট Zomato হালাল মাংস ডেলিভারি দিয়ে ইউজারদের কাছে ক্ষমা চেয়েছেন। অনেকে আবার #boycottzomato হ্যাশট্যাগ দিয়ে অ্যাপ বহিষ্কারের ডাক দিয়েছেন। এখন প্রশ্ন শুধু কি হিন্দুদের ক্ষেত্রেই এই ধরনের প্রতিক্রিয়া জানাবে Zomato? প্রশ্ন কিন্তু উঠছে। যদিও Zomato একটি সাফাই টুইট দিয়েছে। তাতে বলার চেষ্টা করা হয়েছে, ওই ট্যাগ রেস্তোরাঁ দিয়ে থাকে নিজেদের আলাদা দেখানোর জন্য। Zomato ওই ট্যাগ ইউজ করে নিজেদের আলাদা দেখাতে চায় না।