বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবারই ইহলোক ত্যাগ করলেন ঋষি কাপুর।মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৭
অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবার মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে।
ঋষি কাপুরের স্পোক পার্সন জানান বুধবার ঋষি কাপুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং তাকে হাসপাতালে ভরতি করা হয়। স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর রয়েছেন সঙ্গে। চিকিত্সকের পরামর্শেই বুধবার ঋষি কাপুরকে হাসপাতালে ভরতি করতে হয়েছে বলে জানা গিয়েছে।
২০১৮ সালের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতা দেখা দেয়।মূলত ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।নিউইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি ছিলেন অভিনেতা। নিয়মাবলী মেনে চলে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু মাসখানেক ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। তারপরই ইরফান খান বুধবার প্রয়াত হলে,সেদিনই ঋষি কাপুর হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তার মৃত্যু সংবাদ জানা যায়।
( বিস্তারিত আসছে )