হুগলী জেলার শ্রীরামপুর কেন্দ্র থেকে এবার লোকসভা কেন্দ্রে প্রার্থী তরুন তুর্কি শ্রী দেবজিৎ সরকার। সেই দেবজিত যিনি ইসলামপুর দাড়িভিট স্কুলে শাসক দল এবং পুলিশ দ্বারা উর্দু ভাষার প্রতিবাদকারী ছাত্রকে গুলি করে খুন করার বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের মধ্যে অকথ্য নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। রাজনৈতিক জীবনে প্রথমবার শ্রীরামপুর থেকে প্রার্থী দেবজিৎ নতুন উদ্যমে টগবগিয়ে ফুটছেন। আমাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় জানালেন বর্তমান শাসক দলের নানান বেআইনি কাজের ফিরিস্তি। শ্রীরামপুর এলাকাকে পুর্বভারতের বারানসী মনে করেন তিনি। এলাকার শিক্ষা চাকরী সুরক্ষা এবং একের পর এক কলকারখানা বন্ধ হবার জন্য দায়ী করলেন বিগত কমিউনিস্ট সরকার এবং বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কথায় কথায় জানালেন তার আগামী কর্মসুচী এবং শ্রীরামপুর এলাকা থেকেই যে তিনি এবং ভারতীয় জনতা পার্টিই জিততে চলেছে তার প্রতিশ্রুতিও দিলেন। বর্তমান প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিতে যে প্রচুর পরিমানে বেনো জলের মত নতুন নতুন জনসমাগম হচ্ছে সে ব্যাপারেও মুখ খুললেন তিনি। নীচের ভিডিওতে রইলো তার পুরো ইন্টারভিও এর ভিডিও আপনাদের জন্য।
