জাতির উদ্দেশ্যে ভাষণে মোদির গলায় শোনা গেল আশ্বাসের সুর। কাশ্মীর পুনর্গঠন বিল পাস হয়ে গেছে আজ দুদিন হল। তাই আজ ৮ টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলেন,
- কাশ্মীর আমাদের দেশের মুকুট এই অঞ্চল রক্ষা করতে বহু মানুষ বলিদান দিয়েছেন।
- ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার ট্যুরিজম দারুন সুযোগ হবে লাদাখে।
- কাশ্মীরি শাল থেকে শুরু করে ভেষজ ওষুধ সব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে রাখে এক বিশেষ ধরনের গাছ পাওয়া যায় যা সঞ্জীবনীর মত কাজ করে এবার সেই গাছ বিশ্বের কাছে পৌঁছে যাবে।
- এক সময় সব সিনেমার শুটিং হত এই কাশ্মীরে। এবার গোটা বিশ্বের মানুষ শুটিং করতে আসবে কাশ্মীরে সেখানকার মানুষের জন্যে রোজগারের অনেক রাস্তা খুলে যাবে।
- আর্টিকেল 370 সরে যাওয়ার পর নতুন ব্যবস্থায় অনেক তৎপরতার সঙ্গে কাজ হবে। কাশ্মীরের মানুষ নতুন আশা স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে।
- জম্বু কাশ্মীর এ আগের মত বিধায়ক হবে মুখ্যমন্ত্রী হবে।
- আমার বিশ্বাস এই নতুন ব্যবস্থায় আমরা সবাই মিলে সন্ত্রাসবাদ থেকে কাশ্মীর কে মুক্ত করতে পারব।
- কাশ্মীরের ছেলেমেয়েরা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত ছিল অন্যান্য রাজ্যের মত মেয়েরা সুযোগ সুবিধা পেত না।
- জম্বু কাশ্মীরের মানুষের অনেক সুবিধা থেকে বঞ্চিত তো যা তাদের উন্নয়নের পথে পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল।
- সময়ের সঙ্গে সঙ্গে এমন গতানুগতিকতা চলে আসে তাতে মনে হয় সবকিছু যেমন চলছে তেমনি চলবে আর্টিকেল 370 এ ক্ষেত্রে তাই হয়েছে।
- জম্বু কাশ্মীরের লাদাখে এক নতুন যুগ শুরু হলো এখন দেশের সব নাগরিকের দায়িত্ব সমান অধিকার সমান।
- জম্বু কাশ্মীরের মানুষের অনেক সুবিধা থেকে বঞ্চিত যা তাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
- আগের ব্যবস্থাই শুধু কিছু পরিবার সুবিধা পেয়েছে।