উন্নত বিশ্বে সরাসরি টাকা লেনদেনের চল এখন অনেকটাই উঠে গেছে। অনেক জায়গায় স্মার্ট পেমেন্ট চালু হয়েছে। স্মার্ট পেমেন্ট এর উদ্দেশ্য মূলত প্রযুক্তির সাহায্যে লেনদেনের বিষয়টি আরো সহজ করে তোলা।
কিন্তু এক্ষেত্রেও রয়েছে নানান বিড়ম্বনা- কার্ড হারিয়ে ফেলা, পিন প্রবেশ করিয়ে টাকা তোলা এইসব অনেকের কাছে ঝামেলার মনে হয়। এছাড়া অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সম্প্রতি প্রচুর ক্রেডিট কার্ড জালিয়াতি, প্রতারণার ঘটনা ঘটছে। এ অবস্থার নিরসনে এসেছে নতুন প্রযুক্তি- এখন থেকে নিজের মুখ দেখিয়েই করা যাবে লেনদেনের কাজটি!
নিখুঁতভাবে মানুষের মুখ শনাক্ত করার জন্য এখনকার স্মার্টফোনগুলোই যথেষ্ট। আর ফোন না থাকলেও শনাক্ত করার আলাদা যন্ত্র রয়েছেই। সেই যন্ত্র বা স্মার্টফোনের অ্যাপটি দিয়ে মুখের ছবি তুললে সাথে সাথে সংযুক্ত ব্যাংক একাউন্ট থেকে ক্রেডিট কার্ড Swipe করার মতো স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে রেখে দিবে!
ইতোমধ্যেই চীনের প্রায় ১২০ মিলিয়ন মানুষ Alipay অ্যাপ-এর মাধ্যমে সেবাটি উপভোগ করছে। এখন পর্যন্ত এই “Face pay” পদ্ধতিটি নিয়ে সেখানে কোন সমস্যা ধরা পড়েনি।