দুপুর দুটো পনেরো থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। শুক্রবার তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছিলেন। পরে চাপে পড়ে সিবিআই দপ্তরে আসতে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায় কে। এদিন সিবিআই দপ্তরে আছে দেখা যায় কলকাতার পাপ্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কেউ। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, “আমাকে ব্যক্তিগতভাবে তলব করা হয়নি সংগঠনগত ভাবে ডাকা হয়েছিল।” প্রসঙ্গত বিশেষ সূত্রে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায় কে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার অর্থনৈতিক ক্রিয়া-কলাপ সম্পর্কে জানার জন্য তলব করা হয়েছিল তাকে। এইভাবে একের পর এক তৃণমূলের বড় বড় নেতা কে ডেকে পাঠাচ্ছে সিবিআই। তবে কি পার্থ চট্টোপাধ্যায়ের ও পরবর্তীকালে সারদাকাণ্ডে নাম জড়াবে? নাকি জাগো বাংলার অর্থনৈতিক কার্যকলাপ এ গরমিলের জন্য সিবিআই তলব? ভাবাচ্ছে রাজনৈতিক মহল কে।