”বিজেপিতে আসতে চাইছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এক মাস আগে তিনি এ ব্যাপারে অর্জুন সিং এর সঙ্গে কথা বলতে চেয়ে ছিলেন।” এই রকমই এক বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক বর্তমানে বিজেপি নেতা সুনীল সিং।
লোকসভা ভোটের আগে বিদেশ যাওয়ার পর অর্জুন সিং বলেছিল, যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা। তারে এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির তীব্র জল্পনা তৈরি। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক দলবদল করেননি। তবে লোকসভা ভোটে উত্তর 24 পরগনায় তৃণমূলের নির্বাচনী ফলাফল অত্যন্ত খারাপ হয়েছিল যার ফলে ডানা ছাঁটা হয় জ্যোতিপ্রিয়র। এই অবস্থায় সুনীল সিং এর মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সুনীল সিং এদিন বলেন, ‘আমার মাধ্যমে বালুদা বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। মাসখানেক আগে তিনি আমাকে বলেছিলেন অর্জুন সিং এর সঙ্গে বসাতে। কিন্তু সেই সময় আমি রাজি হইনি।’ তিনি আরো বলেন, ‘কোন ছাগল চোর গরু চোরকে বিজেপি নেবে না।’
বিজেপি নেতা মুকুল রায় বলেছেন এখনো তৃণমূলের অনেক বিধায়ক বিজেপিতে আসার জন্য লাইনে আছেন। এখন দেখার মল্লিক বাবু কি করেন।