সৌজন্যবোধের নজিরেই ছক্কা মারলেন আবার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।
কয়েকদিন আগেই অসাংবাদিক কথোপোকথনে অক্ষয়কুমারকে জানিয়েছিলেন দেশীয় রাজনীতিতে তার সাথে অনেক নেতা মন্ত্রীরই সৌদার্য্যপুর্ন সম্পর্কের কথা। সেরকমই এক সম্পর্ক বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথেও। মোদী জানান প্রতি বছর মমতা ব্যানার্জী তাকে রসগোল্লা এবং কুর্তা পাঠান। বিনিময়ে মমতা ব্যানার্জী এক জনসভায় মোদীকে আক্রমন করতেও ছাড়েননি। তিনি জানান অতীতে রসগোল্লা পাঠালেও এবার বাংলার কাঁকড় মিশ্রিত রসগোল্লা পাঠাবেন যাতে মোদীর দাঁত ভেঙ্গে যায়। সেই বক্তব্যকেই অস্ত্র করে আজ শ্রীরামপুরের জনসভায় মোদী ছক্কা মারলেন সেই বক্তব্যের। মোদী জানান বাংলার মাটিতে মাটিতে শ্রী রামকৃষ্ণ পরমহংস , স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, নেতাজী, শ্যামাপ্রসাদ মুখার্জী মতো মহাপুরুষদের চরণধূলি মিশ্রিত আছে। প্রবল জনসমাগম আর হাততালির শব্দেই বোঝা যায় তার এই বক্তব্য বাংলার যুব সম্পরদায়ের মনে ধরেছে।
কিছু পরে তিনি আরোও জানান এই মাটি তার পেটে গেলে মোদীর জীবন ধন্য হয়ে যাবে। রাজ্য রাজনীতিতে মোদীর প্রবেশ এবং ঘন ঘন বাংলা সফরেই বলে দিচ্ছে বাংলার ভোটকেই পাখির চোখ করছেন মোদী। এবং সেই মত যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছেন। উল্টোদিকে চতুর্থদফা ভোটের শেষে মমতার ছাড়ার পাত্রী নন। তিনি জানান বাংলার বুকে তিনিই শেষ কথা। এখানে মোদী , শাহ কাওকেই ঢুকতে দেবেন না। লোকসভা ভোটে দেশের অন্যান্য প্রান্তে কি হবে না জানলেও বাংলার বুকে ৪২ টি সিট যে মমতাই পাবেন সেই ব্যাপারেও তিনি জোর গলায় শওয়াল করেন। গো ব্যাক মোদী স্লোগানও দেন। আপাতত বঙ্গের তিনটি দফার ভোট বাকি এবং সেখানেও মমতাই যে একছত্র অধিপতি হবেন সে ব্যাপারেও জানান মমতা ব্যানার্জী।